মাদ্রিদের বায়তুস সালাম উছেরা মসজিদের উদ্যোগে দোয়া ও ইফতার

সিদ্দিকুর রাহমান,স্পেন : পবিত্র মাহে রমযান উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা নামক এলাকার বায়তুস সালাম মসজিদ কতৃপক্ষের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ ই এপ্রিল) বিপুল সংখ্যক রোজাদার মুসল্লীয়ানে কেরাম এ মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলে অংশ নেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল বাতেন, সাধারন সম্পাদক সাইফুল মুন্সি ইকবাল , মানবাধিকার সংগঠন এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ,ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান , বিশিষ্ট ব্যাবসায়ী মাসুম আহমদ , বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সহ ক্রীড়া সম্পাদক কামিল আহমেদ সুবেল সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

মসজিদের সভাপতি আব্দুল বাতেন উপস্থিত মুসল্লীয়ানদের মসজিদে ইফতারে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন আপনারা যারা সমাজের বিত্তশালী আছেন আপনারা মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য খেয়াল রাখবেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল মুন্সি ইকবাল বলেন আপনারা মসজিদে মুক্ত হস্তে দান করছেন আপনাদের দানেই মসজিদ চলতেছে আপনাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তিনি বলেন আপনারা মসজিদে আসবেন আমাদের সাথে ইফতার করার ও আহবান জানান। শেষে বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের মুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফুরকান উদ্দিন। পরে সমবেত রোজাদার মুসল্লীগণ ইফতারে অংশ নেন।

SHARE THIS ARTICLE