আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছেই। মানুষ স্বাস্থ্যবিধিও ঠিকমতো মানছে না। নিশ্চিত হচ্ছে না সামাজিক সুরক্ষা। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার এখন এলাকাভিত্তিক লকডাউনের পথে হাঁটছে, কিন্তু প্রাণঘাতী এই ভাইরাস এক স্থানে স্থির থাকছে না।
নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের সুরক্ষা আমাদের নিজেদের কাছেই। আমি যদি নিজে সচেতন না হই, তাহলে প্রশাসন বা সরকার একা এই করোনা মোকাবিলা করতে পারবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। যে হারে দিন দিন সংক্রমণের হার বাড়ছে, আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে সরকার একা তা প্রতিরোধ করতে পারবে না, তাই আসুন আমরা সকলকে সরকারের কোবিড19 এর জন্য সকল বিধিনিষেধ মেনে চলি, নিজে বাঁচুন ও দেশ কে বাঁচান।