কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ভাই-বোনের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি ডেবে যায়। গতকাল সকালে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলছিল। একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে গেলে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজ করার একপর্যায়ে সেপটিক ট্যাংকের একাংশ ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ট্যাংকের ওপরের অংশ ভেঙে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

SHARE THIS ARTICLE