কোটি বাংলাদেশির গোপন তথ্য ফাঁস

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ও জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ তথ্যসহ কোটি বাংলাদেশির গোপন তথ্য প্রকাশ্যেই দেখা যাচ্ছে সরকারি ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের কোন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে তার নাম জানায়নি টেকক্রাঞ্চ।

চলতি বছরের ২৭ জুন এই বিষয়টির খোঁজ পান দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। তার বরাতে বিষয়টি সামনে আনে মার্কিন অনলাইন পোর্টালটি।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস বলেন, গত ২৭ জুন হঠাৎ করেই ফাঁস হওয়া তথ্যগুলো তার নজরে আসে।

মার্কোপোলোস জানিয়েছেন, খুব সহজেই পাওয়া যাচ্ছে এসব তথ্য। তার দাবি, কেবল গুগল সার্চ করলেই এসব তথ্য সহজেই পাওয়া যাচ্ছে।

বিষয়টি জানার পরপরই বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম তথা সিইআরটির সঙ্গে যোগাযোগ করার কথাও জানানো হয়ে প্রতিবেদনটিতে।

টেকক্রাঞ্চ তাদের প্রতিবেদনে দাবি করেছে, নাগরিকদের তথ্য এমন অনিরাপদ অবস্থায় থাকার বিষয়ে জানতে পেরে বাংলাদেশের সিইআরটি, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কনস্যুলেটে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে বিজিডি ই-গভ সার্ট-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি গতকাল শনিবার গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি আমরা দেখছি।

SHARE THIS ARTICLE