রাজধানীর সমাবেশে বিপুল পরিমাণ লোক জড়ো করেছে দুই দলই

ব্যাপক লোক জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে সমাবেশ করছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ। আর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকাজুড়ে হচ্ছে বিএনপির মহাসমাবেশ। রাজধানী ও এর আশপাশের জেলাগুলো থেকে বিপুল পরিমাণ লোক জড়ো করেছে দুই দলই। 

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশে করছে আওয়ামী লীগের তিন সংগঠন। এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এই মহাসমাবেশ করছে। দুই দলই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার কথা বলেছে। কাছাকাছি এলাকায় দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।  

al sz
আওয়ামী লীগের তিন সংগঠনের শাান্তি সমাবেশ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
নয়া পল্টনে বিএনপির সমাবেশ
363802615_304542581944410_2415247666922864914_n
শাান্তি সমাবেশে যুবলীগের ব্যানারে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা
363489227_840269793768860_8800725099894621856_n
শান্তি সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের ব্যানার, ভিন্ন ভিন্ন ক্যাপ পরে এসেছেন কর্মীরা
363797497_807613110863845_84706260482427971_n
শান্তি সমাবেশের মঞ্চ
363851831_1445098486279388_352919196137462475_n
নানা কায়দায় উৎসাহ তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা
np3
উৎসাহ উদ্দীপনার ঘাটতি নেই বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যেও
May be an image of 2 people and text
বিএনপির সমাবেশ মঞ্চ
১১১
লোকে লোকারণ্য বিএনপির সমাবেশস্থল (ছবি: সালমান তারেক শাকিল)
পল্টন-মোড়
পল্টন মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ
May be an image of 3 people and crowd
বায়তুল মোকাররমে চলছে শান্তি সমাবেশ, নয়াপল্টনে 'নেই নেটওয়ার্ক'
SHARE THIS ARTICLE