বাংলাদেশকে তিনটি প্রকল্পে ১০৫ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশের অর্থনীতি বিপর্যয়ে পড়েছে। অনেকে চাকরি হারিয়ে সংসারের ব্যয় মেটাতে না পরে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি হারানোর ঝুঁকি মোকাবেলায় ১০৫ কোটি ডলার অর্থছাড় করেছে বিশ্বব্যাংক। ৩টি প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। এতে সাড়ে তিন লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার অনুমোদন করেছে বেসরকারি বিনিয়োগ এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ প্রকল্পে। এখানে প্রায় ২ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বেসরকারি এবং সরকারি বিনিয়োগ হবে। এনহান্সিং ডিজিটাল গভর্মেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পে ২৮ দশমিক ৫ কোটি ডলার অনুমোদন করেছে সংস্থাটি। এর মাধ্যমে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং সফটওয়্যার প্রযুক্তি পণ্য উৎপাদিত হবে। এতে ১ লাখ কর্মসংস্থান তৈরি হবে, ১ লাখ বেকার নানা ধরনের প্রশিক্ষণ পাবেন। ৪০ শতাংশ সফটওয়্যার পার্কে এবং অর্থনৈতিক অঞ্চলে ২০ শতাংশ চাকরি নারীদের জন্য বরাদ্দ থাকবে। সেকেন্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ প্রকল্পে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এতে সরকারি সংস্থার জন্য একটি সমন্বিত, ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে সাইবার-সুরক্ষা উন্নত করা হবে। ফলে পাবলিক সেক্টরে আইটি বিনিয়োগে ২ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। বিশ^ব্যাংক কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, প্রকল্পগুলো ডিজিটাল অর্থনীতির ভিত্তি বাড়াবে। উন্নত কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করবে।

SHARE THIS ARTICLE