
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কুষ্টিয়ার একটি স্থানীয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. নবীনের দ্বিতীয় স্ত্রী তারিন সুলতানা জুথির (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া ল কলেজের পাশে কোর্টপাড়া এলাকায় নবীনের বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত তারিন মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মজিবর রহমানের কন্যা।
তারিনের পরিবার ও স্থানীয়রা জানান, আড়াই বছর আগে নবীনের সঙ্গে তারিনের বিয়ে হয়। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তাদের একবছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। বিয়ের পর থেকে তারিন শহরের কোর্টপাড়া এলাকার ওই ভাড়া বাসাতে থাকতেন। তিনি একজন ডিজাইনার ও উদ্যোক্তা ছিলেন।
তারিনের স্বজন মাহবুবুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার ফেসবুক আইডিতে বুধবার সন্ধ্যা ৬টায় লিখেছেন, ‘হত্যার বিচার চাই: তারিন সুলতানা জুথিকে তার স্বামী নবীন আজ সকালে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। জুথি তার স্বামীর সঙ্গে কুষ্টিয়া কোর্টপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতো। এর আগে অনেকবার তার ওপর তার স্বামী নবীন অত্যাচার করতো। আমি নিশ্চিত ময়নাতদন্তে তারিনের ওপর অত্যাচারের নিশানা পাওয়া যাবে।’
নিহতের চাচা মাহবুবুর রহমান ম্যাসেঞ্জার কলে জানান, ‘কিছুদিন আগে তারিন জানায় নবীন তার প্রথম স্ত্রীর সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করেছে। এই কারণে তাদের দাম্পত্য কলহের সৃষ্টি হয়। আমি ও আমাদের পরিবার এই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে নিহতের স্বামী নবীনের সাথে মোবাইল ফোনে জানান, ‘বুধবার সকালে আমি বাসা থেকে বেরিয়ে আমার ব্যবসায়িক কাজে ঢাকা রোডে সিলিন্ডার আনতে যায়। এসময় আমাকে তারিনের ছোট চাচা ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। আমি দুপুর ১টার দিকে বাসায় ফিরে দেখি পুলিশ লাশ উদ্ধার করছে। হঠাৎ কি এমন ঘটনা ঘটেছে যে আত্মহত্যা করতে হবে। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের দু’জনের মধ্যে এমন কোন দাম্পত্য কলহের ঘটনাও ঘটেনি। তারিনের পরিবারের দাবিকে আমি ভিত্তিহীন মনে করি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বুধবার সন্ধ্যায় সংবাদ পেয়ে শহরের কোর্টপাড়া এলাকা থেকে তারিন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি প্ররোচিত আত্মহত্যা হয়ে থাকতে পারে.