জমকালো আয়োজনে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

এ, কে, আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জমকালো আয়োজনে অভিষিক্ত হলেন আয়ারল্যান্ডের সর্ব বৃহত্তর কমিউনিটি সংগঠন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নব নির্বাচিত নেতারা। গতকাল রবিবার এ উপলক্ষে এক বর্ণিল জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। শহরের অদূরে তালায় সাইন্টোলজী কমিউনিটি সেন্টার সুপরিসর হল রুমে দুপুর একটা থেকে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা সমাবেত হতে শুরু করেন। মধ্যাহ্ন ভোজের পরপরই দুপুর দুইটায় অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

সম্পাদিকা ও সহ সম্পাদিকা মোসাম্মৎ শম্পা লিলি ও শিরিন আক্তার আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী নয়েল রিচমন্ড, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনেটর Catherine Ardagh, লিমেরিকের সিটি ও কাউন্টি কাউন্সিলর এবং বর্তমান সিটি মেয়র আজাদ তালুকদার ও ডাবলিন স্যান্ডিফোর্ড ও গ্লেনকুলেন এর কাউন্সিলর কাজী মোস্তাক আহমেদ ইমন।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ণিল জমকালো অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনাব আরিফ ভুইয়া ও আনোয়ারুল হক আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সেক্রেটারী জেনারেল আনোয়ারুল হক আনোয়ার। তিনি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডকে সহযোগিতা ও সাথে থাকার জন্য সকল স্তরের কমিউনিটির ব্যাক্তিবর্গ, মিডিয়া, ব্যবসায়ীসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জনাব আনোয়ার আগত অতিথিদের সামনে কার্যকর কমিটির সদস্য যাদেরকে পরিচয় করিয়ে দেন তাদের নাম ও পদবি নিম্নে দেয়া হলোঃ

আবাইয়ের কার্যকর কমিটির সদস্য বৃন্দ

সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার


সহ-সভাপতি আজিজুর রহমান (মাসুদ)
সহ-সভাপতি শাহীন রেজা
সহ-সভাপতি মনিরুল ইসলাম (মনির)
সহ-সভাপতি কাজী শাহ আলম

সাধারণ সম্পাদক আনোয়ারুল হক (আনোয়ার)
যূগ্ন-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সোহেল
যূগ্ন-সাধারণ সম্পাদক এস এম হাসান


সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক জুয়েল
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল
কোষাদক্ষ মোহাম্মদ তাউছমিয়া তালুকদার
সহ-কোষাদক্ষ মজিবুল হক

দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার মোরশেদ
প্রকাশনা সম্পাদক কবির আহমদ
সহ-প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমেদ
সাংস্কৃতিক সম্পাদক তারেক মাহমুদ ইকবাল
সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফুল আলম ভূঞা (জেনন)
ক্রীড়া সম্পাদক- রাব্বি খান
ধর্মীয় সম্পাদক মোজাম্মেল হক
সহ-ধর্মীয় সম্পাদক মোঃ লোকমান হোসেন
মহিলা কল্যাণ সম্পাদিকা মোসাম্মৎ শম্পা লিলি
সহ-মহিলা কল্যাণ সম্পাদিকা শিরিন আক্তার
আইটি সম্পাদক মোঃ ইউসুফ
সমাজকল্যাণ সম্পাদক মজিবুর রহমান
শিক্ষা বিষয়ক সম্পাদক- মোঃ রুহুল আমিন


অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জনাব জিন্নুরাইন জায়গিরদার তার বক্তব্যে বাংলাদেশের আমদানি পণ্যের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ আয়ারল্যান্ড বিমানের ডাইরেক্ট ফ্লাইট ও ওয়ার্ক পারমিটের এর জন্য মন্ত্রীর কাছে অনুরোধ করেন। বাংলাদেশ আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার জন্য যথাযথ ব্যবস্থা করার জন্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেন। তিনি আরো বলেন, আমরা আয়ারল্যান্ড ও বাংলাদেশ মিলে একসাথে কাজ করতে চাই। আয়ারল্যান্ড আমাদের জীবন যাত্রা যাতে ব্যাহত না হয় সেজন্য মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করেন।


প্রধান অতিথী হিসাবে স্টেট মিনিস্টার Neale Richmond এর বক্তব্য অগত অতিথিদের প্রণবন্ত করে তুলে । তিনি ডাঃ জিন্নুরাইন জাইগিরদারের বক্তব্যে তার দাবিকৃত অভিযোগ শুনেন এবং আসস্থ করেন আইরিশ পার্লামেন্টে আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দাবীগুলো তুলে ধরবেন। তিনি আইরিশ কমিউনিটি নেতৃত্বে আরো বাংলাদেশীর সম্পৃক্ততা আশা করেন। তিনি বাংলাদেশীদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে কাজ করে যাবেন বলেও আসস্থ করেন।

No description available.


বিশেষ অতিথি সিনেটর Catherine Ardagh অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের ভুয়সী প্রশংসা করেন। তিনি মোস্তাক আহমেদ ইমন ও আজাদ তালুকদারকে ধন্যবাদ জ্ঞপন করেন।

No description available.


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোস্তাক আহমেদ ইমন, আজাদ তালুকদার ও তারেক সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে আবাই এর সকল সদস্যদের ক্রেস্ট প্রদান করে সন্মানিত করা হয়। ক্রেস্ট প্রদান করেন মিনিস্টার নয়েল রিচমন্ড এবং আয়ারল্যান্ডে বাংলাদেশি মিডিয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ টি মিডিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। মিডিয়াকে ক্রেস্ট প্রদান করেন সিনেটর Catherine Ardagh.

No description available.
আইরিশ বাংলাপোষ্টের পক্ষে ক্রেষ্ট নিচ্ছেন মহিউদ্দিন লিংকন ও এ,কে, আজাদ


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই সংগঠনের প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার আবাই এর নতুন ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করেন।

May be an image of 14 people, dais and text
নবগঠিত উপদেষ্টা পরিষদ


নবগঠিত উপদেষ্টা পরিষদ

১) তারেক সালা উদ্দিন
২) আজাদ তালুকদার
৩) কাজি মোস্তাক আহমেদ ইমন
৪) সাজেদুল ইসলাম রুবেল
৫) জহির উদ্দিন
৬) জসিম উদ্দিন দেওয়ান
৭) ইকবাল মাহমুদ
৮) রবিউল আলম
৯) ডাঃ মুসাব্বির হোসাইন
১০) মামুন হাসান
১১) ঝিনুক আলী
১২) শামিম কবির
১৩) আবদুল মুহিত
১৪) ডা মুহাম্মদ রফিক উল্লাহ
১৫) শামসুল হক
১৬) জহিরুল ইসলাম জহির
১৭) সাইফুল ইসলাম
১৮) হামিদুল নাসির
১৯) ইকবাল আহমেদ লিটন
২০) হাজী শাহ তাজুল ইসলাম
২১) মিজানুর রহমান জাকির
২২) চুন্নু মাতবর
২৩) আক্তার হোসাইন
২৪) সাইদুর রহমান
২৫) ডঃ ইসমত জাকিয়া রহমান


অনুষ্ঠানে বক্তিতা ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিলো দারুন উপভোগ্য, আয়ারল্যান্ডের সঙ্গীত শিল্পী অভি ও জেবুন নাহার ছাড়াও আমন্ত্রিত অতিথিদের কাছে বিশেষ আকর্ষণ ছিলো গানের পাখী বেবী নাজনিন ও তরুণ কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির মনোরম পরিবেশনা।

শিল্পীদের গানের মুর্চ্ছানায় সাইন্টোলজী কমিউনিটি সেন্টার মুখোরিত হয়ে উঠে।  জমকালো অনুষ্ঠানের শেষের দিকে F&F ট্রাভেলের সৌজন্যে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে স্পন্সর করে যেসব প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলঃ

– F&F Travel
– RN Group – BD Seafood, Chaul Supper Rice
– JR Group: The West Wing Restaurant & Plate Restaurant
– Seda College, Student campus, eBasket, Amharc Tech
– Indie Spice Grill
– Bambo Thai & Indian Reaurant
– Inver
– Istanbul Kebab Limerick
– Recruit World
– Cafe Goa
– Peppers Indian dining & Planet Spice
– Lily’s Fashion
– MM accountants & businesses consultants ltd/ World of spice
– Akber Group
– Shapla Indian restaurant Carlow
– Needs
– Subway Kilkenny & carlow
– Vujon cafe
– Ali Baba
– Sarkar & O’Sullivans
– Naas Kebab & Cafe
– Eastern balti house
– Apna Indian kebab restaurant
– New Moon restaurant and takeaway
– Fusion restaurant
– Londis

May be an image of 6 people and henna

বর্ণিল জমকালো অনুষ্ঠানের এই মিলন মেলায় নেমেছিল প্রবাসীদের ঢল। এমন আনন্দের দিনে প্রিয় সবাইকে কাছে পেয়ে খুশি আয়োজকরাও। এমন আনন্দমুখর অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে আনন্দে ভাগ বসিয়েছিলেন স্থানীয় আইরিশেরাও। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জনাব জিন্নুরাইন জায়গিরদার ও জেনারেল সেক্রেটারী আনোয়ারুল হক আনোয়ার সবাইকে ধন্যবাদ জানানো হয়।

No description available.

আইরিশ বাংলাপোষ্ট, আইরিশ নোটিশ বোর্ড, প্রবাসী টিভি ও আইরিশ বাংলা টাইমস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

SHARE THIS ARTICLE