মনের খোরাক
“সৈয়দা সুলতানা রুমা”
আমার পৃথিবী তুমি!!
করছি তোমাতে বিচরণ!!
আত্মা হয়ে আছো বুকে,
আছো আমাতে সারাক্ষণ!!
দিয়েছে কি দোলা হৃদয়ে তোমার,
আমার আবেগী মন??
জেগেছে কি আমায় ভেবে,
কখনও মনে সুখের শিহরণ??
জানি প্রিয় আমার মতো,
তুমিও বাসো ভালো!!
অন্ধকারে পাইনা দিশা,
দাওনা মোরে একটু আলো!!
সমাজ,সংসারের মায়াজাল,
করেছে আমায় বন্দী!!
মূল্যহীন হৃদয়ের চাওয়া গুলো,
করেনি সুখের সাথে সন্ধি!!
দুঃখ,কষ্ট আর অভিমান চেপে,
করছি আত্ম চিৎকার!!
পাওয়া না পাওয়ার হিসেব কভু,
মেলাতে চাইনা আর!!
নতুন সপ্নে বিভোর আমি
গড়বো মিলে সুখের প্রাসাদ!!
উঁকি দিবে মোর নীড়ে,
আলোকিত ওই চাঁদ!!
রাত পোহালেই দেবে ধরা,
প্রতীক্ষার সোনালী প্রভাত!!
স্বাধীনচ্বেতা পাখির মতো,
উড়বো মোরা ডানা ঝেড়ে!!
খোদাতা’লার সৃষ্টিকূল,
দেখবো নয়ন ভরে!!