আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চীনের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ওই জওয়ানের নাম দ্বীপক কারকি। সোমবার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। জানা গেছে, কাশ্মিরের রাজৌরি সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে (আইবি) পাকিস্তানি সেনাবাহিনী গুলি ছুড়লে ভারতীয় এক সেনা সদস্য নিহত হন।
এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, ’নওশেরায় পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ করলে ভারতীয় সেনা সদস্য হাবিলদার দ্বীপক কারকি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি মারা যান।’