
মাহে রমজান
এ,কে,আজাদ
বছর ঘুরে আসছে আবার
মাগফিরাতের এই মাস,
মোমিনের প্রাণে জাগছে প্রভূ
আনন্দ আর উচ্ছ্বাস।
ঘরে ঘরে আসবে শান্তি
স্বয়ং প্রভুর দান,
আল্লাহর প্রেমে হবে মশগুল
মোমিন বান্দার প্রাণ।
এই মাসেতেই শক্ত হবে
আমাদের ভাঙ্গা ঈমান,
এই মাসেতেই বেড়ে যাবে
মোমিন বান্দার সম্মান।
এসো মোমিন হয়ে যাই
হবো রহমত দ্বারা পূর্ণ,
মোদের যত পাপরাশি
এই মাসে করি যেন চূর্ণ।
জান্নাতের ঐ দরজা গুলো
খুলে দিবেন রহমান,
নিজ হস্তে দান করিবেন
সিয়ামের অনুদান।
মাগফিরাত আর রহমত নিয়ে
এলো মাহে রামাদান,
ক্ষমা করে দাওগো মোদের
হে রহিম ও রহমান।
রহমত দিয়ে ভরিয়ে দিও
আসন্ন এই রমজান,
তোমার দয়ায় যেন মুসলিম হয়ে মরি
পাই যেন আখিরাতে সম্মান।