প্রশ্নবিদ্ধ
এ,কে,আজাদ (০৪/০৯/২০১৯ইং)
নিজের ঢোল নিজে বাজাও
শুনার কেহ নেই,
ধর্মের ঢোল আপনেই বাজে
কর্ম করিবে যেই।
আকাশ বাতাস সুরভিত হবে
যদি থাকে সুবাস;
হাজার চেষ্টা ব্যার্থ হবে
করতে কারো নাশ।
সকল কাজে ঐক্য রব
আমরা সবাই ভাই,
প্রবাস জীবন কষ্টের জীবন
মোদের আপন কেহ নাই।
আসুন সবাই মিলে মিশে
থাকি ঐক্যবদ্ধ,
বাঁচলে বাঁচবো বীরের মতো
হবোনা প্রশ্নবিদ্ধ ।