সারা দেশে কারফিউ জারি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু পড়ুয়া। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে কারফিউ জারি করল বাংলাদেশ সরকার।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হবে। শুক্রবার রাতে বাংলাদেশের গণভবনে ১৪ দলের বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, সরকারি আদেশ জারি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভের আঁচ বেশি সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো হবে।

এদিকে কারফিউ মানবে না বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমম্বয়ক নাহিদ হোসেন জানিয়েছেন, ১৪৪ ধারার মধ্যেই তারা ঘোষিত কর্মসূচি পালন করবেন। দেশের মানুষকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

SHARE THIS ARTICLE