নতুন ডিবি প্রধান হলেন আশরাফুজ্জামান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গোয়েন্দা (ডিবি) পুলিশ থেকে বদলি করা হয়েছে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে। তার পরিবর্তে নতুন ডিবি প্রধান হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ ৬ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে এনে ডিবি কার্যালয়ে এনে নুডুলস খাইয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করা হলে সমালোচনার ঝড় উঠে। হাইকোর্টের একটি বেঞ্চ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই ওই ৬ জনের অভিভাবকদেরসহ ভাত খাওয়ানোর আরেকটি ছবি পোস্ট করা হয়। তীব্র সমালোচনার মধ্যে ১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হারুনের কর্মকান্ড নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষোভ ঝাড়েন। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে গত দুইদিন হারুন নিজেকে গুটিয়ে রাখেন। এরমধ্যে আজ সন্ধ্যায় তাকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

SHARE THIS ARTICLE