‘ফ্যাসিস্টের দোসর’ বিতর্কে উপদেষ্টা ফারুকীর দীর্ঘ স্ট্যাটাস

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ হিসেবে তাকে আখ্যায়িত করা হচ্ছে—এমন অভিযোগের পর মঙ্গলবার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেছেন, যেখানে তিনি তার রাজনৈতিক অবস্থান, অতীতের সংগ্রাম এবং বর্তমান দায়িত্বে তার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

পাঠকদের জন্য মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে গত রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ তিনজন। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

SHARE THIS ARTICLE