রাজধানীর বনশ্রীতে রংয়ের কারখানায় আগুন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইম্পেরিয়াল রংয়ের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। গত কাল সোমবার রাতে প্রায় ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাবুল মিয়া।

বাবুল মিয়া জানান, বনশ্রী এলাকায় আমুলিয়া মডেল টাউনে রংয়ের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

সম্পূর্ণ অবৈধভাবে ইম্পেরিয়াল নামের রংয়ের কারখানাটি এ আবাসিক এলাকায় রং প্রস্তুত করতো বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া আইচি মেডিকেল কলেজের নামে কারখানাটি গড়ে উঠেছিলো বলেও জানান তিনি।

SHARE THIS ARTICLE