এ,কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কর্ক নিবাসী আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী জুয়েল মিয়া ( ৩৮) শুক্রবার ১০/০৭/২০ বিকেল ৮ ঘটিকার সময় ডাবলিনের জেমস হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি গত একবছর যাবত ক্যান্সার রোগে ভোগছিলেন।
জনাব জুয়েল মিয়া টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা উত্তর পাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম জালাল উদ্দিন মাষ্টার। গত ১৬ বছর যাবত তিনি আয়ারল্যান্ডে স্বপরিবারে বসবাস করছেন। মরহুম জুয়েলের ৫ভাই দুই বোন। বড় ভাই হুমায়ুন খালিদ, মেঝভাই নজরুল ইসলাম ও দুই বোন কর্ক বসবাস করছেন। মা ও ছোট দুইভাই বাংলাদেশে অবস্থান করছেন। মৃত্যু কালে স্ত্রী ও ৩ জন শিশু কন্যা রেখে গেছেন। জুয়েল মিয়ার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।। আশা করা যাচ্ছে আগামী সোমবার মরহুমের নামাজের জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে। মরদেহ সংক্রান্ত পরবর্তী কার্য্যক্রম অবগত করা হবে।