সাহারা খাতুনের মৃত্যুতে কুয়েত আওয়ামী লীগের শোক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃবাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, রাজপথ কাঁপানো ত্যাগী নেত্রী ,সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ । সংগঠনের সভাপতি আবদুর রউফ মাওলা ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম বাদল এক শোক বার্তায় বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন জাতির পিতা বঙ্গ বন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সৈনিক , রাজপথের লড়াকু যোদ্ধা , জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ কর্মি , তিঁনি আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে গেছেন। দলের দুঃসময়ে নেতা কর্মীদের পাশে থেকে আইনি সাহায্য সহযোগিতা দিয়েছেন। তিঁনি ছিলেন আওয়ামী লীগের নি:স্বার্থ রাজনৈতিক নেতা । তাঁর এইসব ভূমিকার জন্য তিঁনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কুয়েত আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ওঁনার বেহেসত নসীব কামনা করেন । গত ৯ জুলাই ২০২০ ইং থাইল্যান্ডের বামরুনগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ত্যাগী নেত্রী সাহারা খাতুন মৃত্যু বরণ করেন ।

SHARE THIS ARTICLE