আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার রায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর থেকে মুম্বাইয়ে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন ঐশ্বরিয়া। এর আগে অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকও নানাবতী হাসপাতালেই রয়েছেন। গত সপ্তাহে তাদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে, ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যারও করোনা পজিটিভ। বচ্চন পরিবারে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র করোনা নেগেটিভ বলে ভারতীয় সংবাদ মধ্যমে খবর প্রকাশিত হয়েছে।