আফসারুল আলম মামুন- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন রাষ্ট্রনায়ক কিভাবে দেশ পরিচালনা করবে আবার একজন মুচি কিভাবে দিনানিপাত করবে সবকিছুর পূর্ণাঙ্গ ব্যাখা এই ইসলামের মধ্যেই রয়েছে। রাসুল (সা.)-এর জীবনকে আল্লাহ তায়ালা পৃথিবীবাসীর জন্য আর্দশ হিসাবে তুলে ধরেছেন। রাসুলের (সা.) জীবনের দিকে তাকালে দেখতে পাওয়া যায় তিনি সবসময় কিছু নিয়ম মেনে চলতেন এবং সেই নিয়মগুলো তাঁর সাহাবীদের কেউ মানতে পরামর্শ দিতেন, যা আমরা সুন্নাত বলে জানি। এসব পালনে শুধু আখিরাত নয়; দুনিয়াতেও অসংখ্যা উপকার রয়েছে। আমরা যদি কয়েকটি সুন্নতের দিকে দৃষ্টি দেন। ১. টাখনুর ওপরে কাপড় পরিধান করা সুন্নাত। টাখনুর নিচের অংশটুকু কোনো কিছু ধারা আবৃত্ত থাকলে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ বাধাগ্রস্ত হয়। ফলে পুরুষের যৌন শক্তি হ্রাস পায়। ২. সর্বাবস্থায় মাথা ঢেকে রাখা সুন্নাত। বায়ুমণ্ডলে প্রতিনিয়ত বাড়ছে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস। এই কারণে পৃথিবীর ওজন স্তরের ক্ষতি হচ্ছে। যার ফলে সূর্য থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশ করছে। যেহেতু মাথা আমাদের শরীরের সবচেয়ে উপরের অংশ তাই এই মাথায়ই প্রথমে রশ্মিগুলো আঘাত করে। যা আমাদের জীবনের জন্য খুবই মারাত্মক। ৩. মেসওয়াক করা সুন্নাত। সাধারণত আমরা যেসব টুথপেস্ট ব্যবহার করি তা এক প্রকার রাসায়নিক পদার্থ। আমরা জানি যে সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থের নাম অ্যানালার, যা ৯৫% বিশুদ্ধ। তাহলে ব্যবহৃত টুথপেস্ট কখনও ১০০% বিশুদ্ধ নয়। তারপর সব ধরনের রাসায়নিক পদার্থের ক্ষেত্রেই পাশর্^-প্রতিক্রিয়া রয়েছে। টুথব্রাশও এর ঊর্ধ্বে নয়। অপর দিকে গাছের ডালে রয়েছে প্রাকৃতিক পদার্থ। গাছের ডালে বিভিন্ন ধরনের রস রয়েছে যা দাঁত ও মাড়ির জন্য খুবই উপকারী। যার কোনো পাশর্^-প্রতিক্রিয়া নেই। ৪. পানি তিন ঢুকে পান করা সুন্নাত। আমাদের খাদ্যনালিটা খুবই চিকন। হঠাৎ করে বেশি পানি পান করতে চাইলে পানি খাদ্যনালিতে প্রবেশ না করে শ^াসনালী দিয়ে চলে যেতে পারে। ৫. দাড়ি রাখা সুন্নাত। বর্লিন বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডক্টর মূর শেভ, ব্লেড এবং সাবান সম্পর্কে বহু বছরের অভিজ্ঞতার আলোকে অর্জিত দিল্লির স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ‘সিহহত’-এ লিখেছেন, শেভ করার কারণে ত্বকের যে পরিমাণ ক্ষতি হয় সম্ভবত অন্য কোনো কারণে এত ক্ষতি হয় না। শেভ করার জন্য ব্যবহার করা ব্লেড বার বার ত্বকের ওপর চালানো হয়। প্রত্যেক মানুষ এটাই চায়, তার চেহেরায় একগাছি দাড়িও যেন না থাকে। এতে চেহারার সৌন্দর্য্য ফুটে উঠবে। বার বার ধারালো অস্ত্র দিয়ে চেহারার ত্বক পরিষ্কার করা হয়। এতে চেহারার ত্বক স্পর্শকাতর হয়ে ওঠে এবং নানা রকম রোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কম ধারালো ব্লেড দিয়ে শেভ করা হলে ত্বক খরখরে হয়ে যায়। চেহারা জখম হয়। খোলা মাঠে সে জখম দেখা যায় না। তবে জ্বালা অনুভূত হয়। ত্বকের চামড়া উঠে গেলে সে জায়গা দিয়ে জীবাণু ভেতরে প্রবেশের সুযোগ পায়। যারা দাড়ি শেভ করে এমনি করে তারা নানা রকমের রোগে আক্রান্ত হয়। তাদের অনেকের চেহারায় প্রথমে মামুলি ফুসকুড়ি দেখা দেয়। পর্যায়ক্রমে সে ফুসকুড়ি সাইকোসিস বারবেকের মতো মারাত্মক চর্ম রোগে পরিণত হয়। ৬. ডান কাতে ঘুমানো সুন্নাত। আমাদের বুকের বামদিকে হৃদপিণ্ড। যখন বাম কাতে থাকি তখন ফুসফুসসহ অন্যান্য অংশ হৃদপিণ্ডের ওপর চাপ প্রয়োগ করে। যার ফলে হৃদপিণ্ড সহজে রক্ত পাম্প করতে পারে না। এরকম অসংখ্যা সুন্নত বর্তমানের বিজ্ঞানীদের দ্বারা মানুষের জন্য উপকারী প্রমাণিত। আল্লাহ আমাদেকে নবীজীর সব সুন্নত মেনে চলার তাওফিক দান করুন। আমিন