আয়ারল্যান্ডের ডোনেগালে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণবাদ বিরোধী মানববন্ধন।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকারটুকু যখন কেড়ে নেয়া হয় শুধুমাত্র গায়ের রং কালো বলে, যদি নির্যাতন নিগ্রহের শিকার হতে হয় তাহলে আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বলতে ইচ্ছে হয়, যে সমাজ ও সভ্যতা নিয়ে আমরা গর্ব করি তা কতটুকু মানবিক? আমরা কি আদৌ কোন সভ্য সমাজে বাস করি? জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বের শান্তিকামী মানুষের জন্য এক বার্তা নিয়ে এসেছে এ বার্তায় জানান দিচ্ছে কত নিষ্ঠুর নির্মমতায় ছেয়েগেছে পৃথিবী।এরকম হাজারটা জর্জ ফ্লয়েডের মৃত্যু হচ্ছে তার সবগুলো কি গণমাধ্যমে প্রচার হচ্ছে? আমাদের সমাজের আনাচে কানাচে বিভিন্ন তল্লাটে অহরহ সংঘটিত হচ্ছে অসংখ্য বর্ণবাদী আচরণ।আইরিশ সরকার ও জনগণ যেকোন বর্ণবাদী আচরণকে মন থেকে ঘৃণা করে যদিও কতিপয় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর অস্থিত্ব এই দেশেও আছে।গত রবিবার ডোনেগালে স্থানীয় কমিউনিটি সেন্টার মাঠে বর্ণবাদ বিরোধী বহুজাতিক সংস্কৃতির আয়ারল্যান্ড নির্মাণে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়ে গেল। ডোনেগাল ইন্টার কালচারাল প্লাটফর্ম ও ডোনেগাল ট্রাভেলার প্রজেক্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বর্ণবাদবিরোধী মানববন্ধনে আয়ারল্যান্ডে বসবাসরত বিভিন্ন মাইগ্রান্ট কমিউনিটি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন ট্রাভেলার কমিউনিটি ( আইরিশ যাযাবর),কৃষ্ণাঙ্গ ও রোমা কমিউনিটির সামাজিক সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দাবী উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে ট্রাভেলার কমিউনিটি বৈষম্যের শিকার হচ্ছে, চাকুরী থেকে শুরু করে সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের পাশাপাশি রোমা কমিউনিটিও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন আদিবাসী নৃগোষ্ঠী ও সংখ্যালঘু মাইগ্রান্ট কমিউনিটির সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে বহুজাতিক সংস্কৃতির আয়ারল্যান্ড নির্মাণে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আগত সমাজ কর্মী,স্থানীয় টিডি,মেয়র, কাউন্সিলরসহ অসংখ্য শান্তিকামী মানুষের পদচারণায় মুখরিত হয় মানববন্ধন কর্মসূচি।উপস্থিত সকলেই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে ও ২ মিটার সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বাংলাদেশী কমিউনিটি থেকে প্রতিনিধিত্ব করেন ডুনেগাল বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ ইন্টারকালচারাল একটিভিস্ট জনাব শাকিল আহমেদ। মানব বন্ধনে অংশগ্রহণ করে জনাব শাকিল আহমেদ আইরিশ বাংলা পোস্ট প্রতিনিধির সাথে সাক্ষাতকার প্রদানকালে বলেন ” বহুজাতিক সংস্কৃতির আয়ারল্যান্ড বিনির্মানে এধরণের সচেতনতামূলক কার্যক্রমে আমাদের বেশী করে অংশগ্রহণ করা উচিত।

আয়ারল্যান্ডে বহুভাষাভাসী বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী মিলে মিশে থাকেন সেখানে বর্ণবাদী আচরণ কিংবা সামাজিক বৈষম্যমূলক মনোভাবের কারণে এতদিনের গড়ে উঠা সম্প্রীতির বন্ধনে চির ধরতে পারে।আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বর্ণবাদী কার্যক্রমের নিন্দা জানাই পাশাপাশি সমাজের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বহুজাতিক সংস্কৃতির আয়ারল্যান্ড বিনির্মানে সচেষ্ট ভুমিকা পালন করতে চাই”আয়োজক কমিটির সদস্য ডোনেগাল বাংলাদেশী কমিউনিটির অন্যতম সংগঠন, ডুনেগাল ইন্টারকালচার প্লাটফর্মের স্টিয়ারিং গ্রুপ মেম্বার ও ডোনেগাল ট্রাভেলার প্রজেক্টের ডাইরেক্টর জনাব ওবায়দুর রহমান রুহেল বলেন ” আয়ারল্যান্ড সরকার বহুজাতিক সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে একটি সহযোগিতামূলক সামাজিক সম্প্রীতির দেশ বিনির্মানে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, কোন ধরনের বৈষম্য ও বর্ণবাদ ইস্যুতে যেন সরকারের শুভ পরিকল্পনার ব্যাঘাত ঘটাতে না পারে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।বাংলাদেশী কমিউনিটির মধ্যে বহুজাতিক সংস্কৃতির ধারণা ছড়িয়ে দিতে হবে”।

SHARE THIS ARTICLE