আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃঅন্তহীন পানিতে উত্তরের বাংলাদেশ এখন ভাসছে। নদীপাড়ের লাখ লাখ মানুষের চোখে ঘুম নেই। থাকার আশ্রয় নেই। নেই পর্যপ্ত খাবারও। হাজারো চিন্তা মাথায় নিয়ে নদীর কাছে আত্মসমার্পন করে বসে আছে এসব মানুষ। তাদের দৃষ্টিজুড়ে কেবল হতাশার ছাপ। এমন দিনেই ঈদ। কি ভাবে কাটাবেন এই ঈদ জানতে চেয়েছিলাম ব্রহ্মপুত্রপাড়ের বাসিন্দাদের কাছে।
লম্বা সময় ধরে পানিবন্দী থাকা এসব মানুষদের কাছে পর্যপ্ত ত্রাণ এখনো পৌছায়নি। খোঁজও নেই নি স্থানীয় জনপ্রতিনিধিরা। গাইবান্ধার সাঘাটার বানভাসীরা এমন অভিযোগ জোড়ালো ভাবেই করছেন।