বিজরীর বাবা বরকতউল্লাহ আর নেই …

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জি এম, মো. বরকতউল্লাহ্  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

্গতকাল সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

বিজরী রবিবার রাতে বাবা বরকতউল্লাহকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।’

রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন বরকতউল্লাহ্ গতকাল সকালে না ফেরার দেশে চলে যান।

SHARE THIS ARTICLE