নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে একই পরিবারের পাঁচজনসহ মোট ৬ জন নিহত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সদ্য ভূমিষ্ঠ হয়ে মারা যাওয়া ছয় দিন বয়সের নবজাতকের লাশ অ্যাম্বুলেন্সযোগে নিয়ে বাড়ি ফেরার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের পাঁচজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্স আরোহী ছিলেন।

হৃদয় বিদারক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক আলমগীর (৪২), নবাগত শিশু তামান্নার বাবা আরিফ হোসেন (৪০), ফুফু শিউলি বেগম (২৮), চাচা কাইয়ুম (৩৮) ও দাদি কোহিনুর বেগম এবং মামা। আর নবাগত শিশু তামান্না দুর্ঘটনার আগেই রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছিল। মারা যাওয়া ওই পরিবারের সদস্যরা সবাই ঝালকাঠি জেলার সদর উপজেলার বাউকাঠি এলাকার বাসিন্দা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উপজেলার আটিপাড়া রাস্তার মাথা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই সময়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটিকে পেছন থেকে মায়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

SHARE THIS ARTICLE