শিরোনামহীন -১৫১

শিরোনামহীন -১৫১


গোলাম কবির


হৃদয় প্রগাঢ় অভিমানী মেঘে ছেয়ে আছে
এমন যেনো গালিবের কবিতা,
চৌচির হৃদয়ের খবর জানে শুধু
বিসমিল্লাহ খাঁর সানাই!
অপেক্ষার প্রহর তবুও কাটে না,
নামে না ঝুমবৃষ্টি কিংবা প্লাবন, দুচোখে।
একদিন এখানে ছিলো সবুজের সমারোহ,
দোঁহে মিলেমিশে একাকার ছিলো জীবনের
কোলাহল! দোঁহায় ছিলাম আত্মহারা
আবেগী বাউল, মেঠো পথে হেঁটে হেঁটে
জ্যোৎস্নার প্লাবন ভাসা রাতের গানের পাখি!
অথচ এখন মনে হয় এটা যেনো
কোনো এক প্রাচীন রাজবাড়ির
নোনা ধরা দেয়ালের গাছে ঝুলে থাকা অর্কিড
কিংবা কোন এক পরিত্যক্ত রেলষ্টেশন,
যার প্রতিটি মূহুর্ত কাটে ট্রেনের শব্দ শুনে
অথচ যেখানে এখন আর ট্রেন থামে না কোনো।

SHARE THIS ARTICLE