রোদ্দুরের আড়ালে
আয়েশা আহমেদ
ভোরের সোনালী রোদ্দুর দেখে হ্রদয় ভরে যায়
এমন দিন খুব একটা আসেনি অনেক দিন হয়।
কাঁচা সোনালী রোদের কথা ,কত যে মনে পড়ে
যেন কোন অজানা রহস্য ,আছে এই রংকে ঘিরে।
অনেক কিছুই বদলে গেছে,অনেক কিছুই বদলে যাবে
আস্তে করে শীত নামছে,শীঘ্রই অন্ধকার ও নেমে আসবে।
দিন বদলায়,মানুষ বদলায়,প্রশান্তি হারিয়ে যাচ্ছে
মানুষগুলো কেমন যেন ,কঠিন হয়ে গেছে।
ফুলে খুশবু নেই,বাতাসে স্নিগ্ধতা নেই,
আছে মেকি হাসি।
ভালবাসাহীন পৃথীবিতে থেকে লাভ কি বল পরবাসি।
নেকাবের আড়ালে নিষ্টুরতা লুকিয়ে থাকে
টাকার কাছে জীবনের মানে হেরে যায় কোন ফাকে।
বিষন্নতায়,বন্চিত হ্রদয়ের হাহাকার কেদে মরে
আবেগ মরে যায় ,শুধু শুন্যতা কেদে ফেরে।