আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃকুয়েতের নতুন আমির হিসেবে যুবরাজ শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহর নাম ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্সের
এর আগে, মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা যান। তিনি শেখ নওয়াফের সৎ ভাই।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় পার্লামেন্টে নতুন আমিরের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে স্পিকার মারজুক আল-ঘানিম মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন। গত জুলাইয়ে চিকিৎসার জন্য কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যান আমির শেখ সাবাহ। সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের আমিরের দায়িত্বে আসেন ২০০৬ সালে। এর আগে তিনি ৫০ বছরের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতি দেখাশুনা করেন। তাকে ‘ডিন অব আরব ডিপ্লোমেসি’ আখ্যা দেন অনেকে।