ভালো আছি মা
শারমিনা লিপা
মা ,
জানো কি তুমি?
ছোট বেলায় খেলতে গিয়ে
আছাড় পড়েছি যবে ,
সন্ধ্যে করে ঘরে ফেরতাম
ব্যাথা লুকাবো বলে ।
কৈশোরেতে মিথ্যে বলেছি
হতাশ হবে বলে,
যৌবনে আমি বলেছি মিথ্যে
আনন্দে ভাসবো বলে ।
সংসার বেলায় মিথ্যে বলে
চেয়েছি লক্ষী হতে ,
বাড়ীর সবাই সত্য জানে
তুমি মা জানো মিথ্যে ,
এখনো আমি মিথ্যে বলি
তোমার হাসি মুখটা দেখতে।