আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ ২রা অক্টোবর শুক্রবার রাতে ডাবলিনের বলসব্রিজে বাস দুর্ঘটনায় মারাত্নক আহত বাংলাদেশী প্রবাসী জনাব শাহেদ চৌধুরী প্রায় ৩ দিন আই সি ইউ তে ভেন্টিলেটরে থাকার পর সোমবার তাকে ভেন্টিলেটর মুক্ত করা হয়। তিনি সম্পূর্ন সচেতন, সবাইকে চিনতে পারছেন, কথাও বলছেন। সোমবার রাতে ডাঃ জিন্নুরাইন জায়গীরদার এবং আনিসুর রহমান আই সি ইউতে আহত শাহেদ চৌধুরীকে দেখতে যান। বেশ কিছু সময় তারা শাহেদ চৌধুরীর সংগে আলাপ আলোচনা করেন। প্রাথমিক কিছুক্ষণ আবেগাপ্লুত থাকলেও, ধীরে ধীরে তিনি মানসিক শক্তি অর্জন করেন। হাসপাতাল সূত্র থেকে জানা যায় যে, শংকামুক্ত হলেও তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, সেদিক থেকে তিনি শংকামুক্ত। তার হাতে এবং মুখে জখম আছে। গতকাল তার হাতে একটি অপারেশন হয়েছে। জনাব শাহেদ চৌধুরী তার দুর্ঘটনার সংবাদে সকলের উদ্বেগের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। সকলকে তার সুস্থতার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানান।