আয়ারল্যান্ড প্রবাসীদের নিয়ে নাটক ‘বেলা শেষে মেঘের দেশে’

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির সুখ দুঃখের গল্প নিয়ে নির্মিত হলো নাটক, ‘‘বেলা শেষে মেঘের দেশে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরিফুল ইসলাম রিপন। নাটকটির টাইটেল গানে কণ্ঠ  দিয়েছেন বেলাল খান, সুর- সংগীত  করেছেন কিশোর, কথা লিখেছেন এনামুল কবির সুজন।

গল্পে দেখা যায়, এক মাদকাসক্ত চালকের গাড়ির ধাক্কার ফলে আঘাতে প্যারালাইজড হয়ে যায় মি.আরিফ ইসলাম। সুখের সংসার রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে! একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না! আছে অবহেলা, আছে হতাশা! আছে এক মহীয়সী নারীর বিদেশ বিভুঁইয়ে স্বামী সংসার নিয়ে টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা! আরও আছে বখাটে ছেলেদের ব্যঙ্গাত্মক ব্যবহারের ফলে এক বাঙালি ছেলের জীবন নিয়ে টানাপোড়েন!

বাস্তবধর্মী গল্পের নাটকটিতে অভিনয়ে রয়েছেন মেডোনা ইসলাম, আসনান, জেবিন, জেফন, Michael Pigott, Vicky pigon, Kaska, Kristof, jefrin এবং আরিফুল ইসলাম রিপন। নাটকটি EMPW Multimedia ইউটিউবে, Irish Bangla Post ইউটিউবে, ও একটি স‍্যাটেলাইট চ‍্যানেলে প্রচারিত হবে।

নাটকটির টেইলর খুব শিঘ্রই প্রচারিত হবে।

SHARE THIS ARTICLE