করোনায় আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ স্ত্রী ও ব্যক্তিগত সহকারীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

গত রোববার (১১ অক্টোবর) তাদের সবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

মেয়র আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী এপিএস টু রিশাদ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা শনাক্ত হলেও স্ত্রীসহ বর্তমানে বাসায় আইসোলেশোনে আছেন ঢাকা উত্তরের এ নগরপিতা।

জানা গেছে, রোববার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে।

সিটি কপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়াও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ডিএনসিসি কর্মকর্তারা ধারণা করছেন, বুধবার দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী পরিদর্শনে সময় জনসমাগম হয়। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন।

SHARE THIS ARTICLE