আনন্দ যাত্রা

“আনন্দ যাত্রা”
“সৈয়দা সুলতানা রুমা”

সুখের পায়রা হাতছানি দিয়ে,,
বলছে ডেকে আমায়।।
রুপালি নদীতে করবে স্নান??
তবে বসো মোর ডানায়!!
সোনালী প্রভাতে হাঁটবো দুজন,,
নগ্ন জোড়া পায়,,
প্রেমের ডিঙ্গায় এসো প্রিয়া,,
দেখাবো স্বর্গ তোমায়।।
সুখ-দুখের সঙ্গী হবো,,
বাঁধবো মোরা স্বর্গনীড়!!
প্রেমকাহিনী দেখবে সবাই,,
চৌকাট হবে হাজার ভীড়!!
শাহজাহানের প্রেমলীলায়,,
দেখেছি তাজমহল!!
তোমার প্রেমের সরাব পানে,,
গড়বো প্রিয়া “প্রেমমহল”!!
সম্মান আর ভালোবাসায় সিক্ত আমি,,
ধরা দিয়েছে আবেগ!!
সপ্ন আমার মেলেছে ডানা,,
ছুঁয়ে সুখের সাদা মেঘ।।
সপ্নরাজ‍্যে আছি দু’জন,,
নীল প্রাসাদে বিচরণ!!
দুঃখ -গ্লানির চলছে অবকাশ,,
স্বর্গসুখের আলিঙ্গন।।
অশ্রু বেয়ে সুখের প্লাবন,,
ভেজাবে মনের শুকনো চর!!
আসুক ধেয়ে সকল কালো,,
হবো না কভু মোরা পর।।
দুজন মিলে অনন্ত যাত্রায় যাবো একসাথে,,
চিরকাল থাকবো সেথায়,,
সপ্নের সেই আনন্দলোকে!!

SHARE THIS ARTICLE