ভাইরাল হলো নারী ক্রিকেটার সানজিদা ইসলামের গায়ে হলুদের ছবি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ এক সপ্তাহ আগে রংপুরের ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে জুটি বাঁধেন নারী জাতীয় দলের ক্রিকেটার সানজিদা ইসলাম। তার আগের দিন হবু বরকে নিয়ে হলুদের সাজেই রংপুর স্টেডিয়ামে যান সানজিদা। এরপর সেখানে তোলা ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ার পর তা ভাইরাল হয়। কিন্তু এমনটা হবে তা ঘুণাক্ষরেও ভাবেননি সানজিদা। তবে বাস্তবতা হলো, গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভাসছে সানজিদার কিছু ছবি। পরনে গায়েহলুদের শাড়ি, মাথায়, হাতে ও কপালে ফুলের সাজে ব্যাট করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার।

গাঁয়ে হলুদের সাজে সানজিদার ব্যাটিং করার ছবি দেশের সংবাদমাধ্যম থেকে বিদেশি সংবাদ সংস্থা এএফপিও তাকে নিয়ে লিখেছে। এ ছাড়া ক্রিকইনফো ও আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমেও সানজিদার হলুদের শাড়ি পরে ব্যাটিংয়ের ছবি ভীষণ সাড়া ফেলে। ভারতীয় সংবাদমাধ্যমেও তার ছবি প্রকাশ করা হয়। পরশু আইসিসির টুইটার পেজে সানজিদার ছবিগুলো ‘ড্রেস, জুয়েলারি, ক্রিকেট ব্যাট…ক্রিকেটারদের বিয়ের ফটোশুট যেমন হয়…সানজিদা ইসলাম’ ক্যাপশনে ছাড়া হয়।

ভিডিওঃ যমুনা টিভি

ক্রিকইনফোতেও গত ২১ অক্টোবর সানজিদার গায়ে হলুদের এই ছবি পোস্ট করা হয়। টুইটারে তাদের পোস্ট রি-টুইট হয়েছে ৩৩৩বার। ক্রিকইনফোর ফেসবুক পেজে একই পোস্টের ক্যাপশন ছিল, ‘যে বিয়ের ফটোশুট আমাদের মাত করে দিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার সানজিদা ইসলাম দুর্দান্ত পোজ দিলেন। তিনি রংপুরের প্রথম শ্রেণির ক্রিকেটার মীম মোসাদ্দেককে বিয়ে করেছেন।’ 

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনস সানজিদার এই ছবিগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেটি আবার প্রকাশ করেছে দেশটির খ্যাতনামা সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া।’ এ ছাড়াও ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, আনন্দবাজার, এই সময়, সংবাদ প্রতিদিন সানজিদাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ভিডিওঃ বিবিসি

সংবাদ সংস্থা এএফপিকে সানজিদা ছবি তোলা নিয়ে বলেছেন, ‘ব্যাট হাতে পোজ দেওয়ার পরিকল্পনা ছিল না। বাচ্চাদের খেলতে দেখে নিজেকে সংবরণ করতে পারিনি…সতীর্থরা ওই মুহূর্ত ফ্রেমবন্দী করেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে এমনিতেই ছবিগুলো ছেড়েছিলাম। ধারণাই ছিল না এগুলো ভাইরাল হবে।’

এখন পর্যন্ত বাংলাদেশ নারী দলের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সানজিদা।

SHARE THIS ARTICLE