আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ রাজধানীর মিরপুরের কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, গত রাত ২টা ১০ মিনিটে ওই বস্তিতে এই আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের বস্তিতে আগুন লাগার ঘটনায় ১২টি ইউনিট কাজ করে। পরে সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই আগুনে বস্তির শতাধিক ঘর ভস্মীভূত হয়েছিল।