
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ একটি মোবা’ইল অ’পারেটরের বিজ্ঞাপনে ম’ডেল হয়ে সাড়া ফে’লেছিল শি’শুশিল্পী প্রার্থনা ফার’দিন দীঘি। এর পরই ডাক পায় চল’চ্চিত্রে। মা দো’য়েল ও বাবা সুব্রত—দুজনই চল’চ্চিত্রের মানুষ। তাঁদের দেখানো পথেই নেমে পড়ে ছোট্ট দীঘি। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টা’কার প্রে’ম’সহ একের পর এক হি’ট ছবি উপ’হার দিতে ‘শুরু করে সে। একটা সম’য় তাকে ঘিরেই তৈরি হতো চলচ্চি’ত্রের গল্প।
মা’ঝ’খানে অনে’ক দিন চলচ্চি’ত্র থেকে দূরে ছিল দীঘি। প’ড়া’শোনা নি’য়ে ব্য’স্ত সময় পার করে’ছে। যদিও সেই সম’য়টা তাকে ঘি’রে সংবাদমাধ্যম, এমনকি চলচ্চি’ত্র-সংশ্লিষ্ট’রাও ছিল সরব। বার’বার শো’না গেছে, শি’শুশিল্পী থে’কে নায়িকা হয়ে ফির’ছেন দীঘি। এমনও শো’না গেছে, শাকিব খা’নের সঙ্গে জুটি বাঁ’ধতে যাচ্ছেন তিনি। যদিও পরে খব’রগুলো গুঞ্জন হি’সেবেই রয়ে গেছে।

অনেক পরিচালক-প্রযো’জক দীঘি’কে কাস্টিং করতে চেয়েও পারেননি। শে’ষ পর্যন্ত সফ’ল হয়েছে শাপলা মিডিয়া। প্রতি’ষ্ঠানটির কর্ণধার সেলিম খান দী’ঘিকে দুটি ছবি’তে নায়িকা চরিত্রে চু’ক্তিব’দ্ধ করেছেন। এর মধ্যে ‘টুঙ্গি’পাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হ’য়েছে। আ’রেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়’ক শান্ত খান।

দীঘি বলেন, ‘প্রথম থে’কেই আমি কোন ছবি করব আর কোন’টা করব না তার সি’দ্ধা’ন্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমা’র সব সিদ্ধা’ন্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই স’ময়ে সব’চেয়ে বড় প্র’যোজনা প্রতিষ্ঠান। সে’লিম আংকে’লও আমাকে মে’য়ের ম’তো স্নেহ’ করেন।
বাবা ভেবে দে’খেছেন এই ছ’বি’তে কাজ ক’রলে আমা’র জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রা’জি হয়েছি।’সোশ্যাল মি’ডিয়ায় ব্যা’পক জনপ্রিয় দীঘি। তার ইন্স’টাগ্রাম অ্যাকা’উন্টে ফ’লো’য়ার সংখ্যা ১ লাখে’রও বেশি। ভক্ত’দের জন্য বিভিন্ন সময় বি’ভিন্ন পো’জে ছবি আপ’লো’ড করেন এই অ’ভি’নেত্রী