
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডের কিলকেনীতে আগামী কাল ৭ ডিসেম্বর সোমবার উদ্বোধন হবে বাংলাদেশি মালিকানাধীন হালাল গ্রোসারী সপ এশিয়ান স্পাইস স্টোর।

এ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় দেয়া হয়। এশিয়ান স্পাইস স্টোর এলাকায় ক্রমবর্ধমান বাঙ্গালী ও মুসলিম কমিউনিটির হালাল পণ্যের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় ক্রেতারা।
এই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জনাব শিপন দেওয়ান জানান, কমিউনিটির লোকজনের নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য তারা সুলভে সরবরাহ করার চেষ্টা করবেন। এখানে মাছ-মাংস, দেশীয় তাজা শাক-সবজি, ফ্রোজেন সামগ্রী থেকে শুরু করে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানানো হয়।




