
এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ১৭,০০০ অনিবন্ধিত অভিবাসীদের রেসিডেন্সি পারামিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আইরিশ সরকার।
আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সারা জীবন জীবনযাপন করেছেন এমন অনিবন্ধিত বাচ্চাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে লেবার পার্টির বিলে সানাদে বিতর্ক চলাকালীন আইরিশ আইন ও বিচার মন্ত্রী হেলেন ম্যাকেন্তি এই প্রকল্পের কথা বলেছিলেন।

তাদের মধ্যে ৩,০০০ শিশু রয়েছে। এই ব্যাপারে সরকারের চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেছে। তাছাড়া আইরিশ সরকার কর্তৃক সম্প্রতি প্রায় ২,২০০ জন প্রাক্তন ইংলিশ ল্যাংগুয়েজ স্কুলের ছাত্রদের ভিসার মেয়াদ শেষ হবার কারণে তাদেরকে রেসিডেন্সি পারমিট দেবার কথা উল্লেখ করেছেন হেলেন ম্যাকেন্তি । আইনানুগ রেসিডেন্সির “পথ” হিসাবে অফিসে প্রথম ১৮ মাসের মধ্যে এই জাতীয় প্রকল্প চালু করার কর্মসূচির প্রতিশ্রুতি অনুসরণ করেন।

আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী যে কোনও ব্যক্তির আইরিশ নাগরিকত্বের সাংবিধানিক অধিকার ২০০৪ সালের গণভোটে বাতিল হয়েছিল এবং আইরিশ ্মাইগ্রেন্ট ড়াইট সেন্টার এর মতে অনাবন্ধিত অভিবাসীদের আইরিশ-বংশোদ্ভূত কমপক্ষে ২,০০০ শিশু ক্ষতিগ্রস্থ হয়েছে। বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন বছরটি নথি প্রকাশের সম্ভাবনা রয়েছে। সুত্রঃ বিজনেস পোষ্ট, আইরিশ টাইম