আয়ারল্যান্ডের কিলার্ণী নিবাসী জনাব সেলিম হোসেনের ইন্তেকাল

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মরনব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘদিন যুদ্ধ করে কিলার্নি নিবাসী প্রবাসী বাংলাদেশী জনাব সেলিম হোসেন (৪৭) আজ বুধবার দুপুরে ২ ঘটিকার দিকে ট্রালি ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২০১৯ সালের অক্টোবর মাসে জনাব সেলিম হোসেনের মলদ্বারে (রেকটাম) ক্যান্সার ধরা পড়ে। রোগ নির্নয়ের সময়ে এই ক্যান্সার অগ্রসর থাকায় অপারেশন করা সম্ভব হয় নাই। চিকিৎসকরা দীর্ঘ এক বছর হাসপাতালে রেখে তাকে কেমোথেরাপি ও অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা প্রদান করেন। আজ সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং পরিশেষে দুপুর ২ ঘটিকার দিকে তার পার্থিব জীবনের অবসান ঘটে।

জনাব সেলিম দীর্ঘ ২০ বছর থেকে কাউন্টি কেরির কিলার্নী শহরে বসবাস করে আসছেন। কিলার্নী থেকে অল বাংলাদেশী এসোসিয়েশনের মহাসচিব জনাব ইকবাল মাহমুদ জানান, বাংলাদেশে জনাব সেলিমের মা, দুই ভাই এবং এক বোন বসবাস করেন। অসুস্থতার ব্যাপারে দীর্ঘদিন থেকেই পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃতদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবার আহবান জানানো হয়েছে। জনাব ইকবাল মাহমুদ জানান, ইতিমধ্যে মৃতদেহ দেশে পাঠানোর ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে, কোভিড মহামারির সময়ে দেশে মৃতদেহ পাঠানো বেশ জটিল। আশা করা যায় আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।

জনাব সেলিম হোসেনের অকাল মৃত্যুতে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা শোকাহত। আইরিশ বাংলাপোস্ট পত্রিকার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করা হচ্ছে এবং তার আত্নার শান্তি কামনা করা হচ্ছে।

SHARE THIS ARTICLE