
এ,কে,আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আদিকাল থেকে খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের ইতিহাস রয়েছে। প্রতিবছর ইউরোপসহ পুরোবিশ্ব নানা আয়োজনে পুরনো বছরকে বিদায় জানিয়েছে নতুন বছরকে বরণ করে।
ইউরোপের দেশ আয়ারল্যান্ডও এর ব্যতিক্রম নয়। তবে এ বছর করোনা মহামারির কারণে সরকারি নানা বিধিনিষেধ থাকায় অন্যান্য বছরের মতো নেই সেই জৌলুস।
বৈশ্বিক করোনা মহামারির বিরূপ প্রভাবে ২০২০ সাল জুড়েই সারা পৃথিবীর মানুষের মধ্যে ছিল আতংক ভয় শংকা অস্থিরতা। এরই মাঝে আয়ারল্যান্ডে চলছে পূর্ণাঙ্গ লক ডাউন।
অর্থনৈতিক মন্দায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই দুর্দিনের মধ্যে জীবনযাপন করছেন।
খ্রিস্টীয় নববর্ষকে ঘিরে অন্যান্য বছরে মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব-উদ্দীপনা দেখা যেত, এবার সবকিছুই কেমন নিস্তব্ধ।
বিগত বছরে ডাবলিনে নববর্ষ বরণে লক্ষাধিক মানুষের সমাগম হতো। স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার কারণে সেখানে এবার লোকজন নেই। ফেসবুকে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নতুন বছরকে ঘিরে চলছে মনোমুগ্ধকর স্ট্যাটাস।
তারপরও সবাই যার যার অবস্থান থেকে খ্রিস্টীয় নববর্ষকে বরণের প্রস্তুতি নিচ্ছেন।
প্রবাসীসহ স্থানীয়রাদের প্রত্যাশা নতুন বছর সবার জন্য শান্তি আর আনন্দ বয়ে নিয়ে আসবে। পৃথিবী ফিরবে তারা সোনালী দিনে।