
আইরিশ বাংলপোষ্ট ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য পর্যাপ্ত ভোটের “সন্ধান” করার কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট, প্রকাশিত একটি রেকর্ডিংয়ে ট্রাম্প রিপাবলিকান সেক্রেটারি অফ স্টেটের ব্র্যাড রাফেন্স্পারগারকে বলেন, “আমি কেবল ১১,৭৮০ টি ভোট চাই।” রাফেন্স্পের্গার জর্জিয়ার “ফলাফল সঠিক ছিল” এমন উত্তর দিতে শোনা যায়।
বিগত মাফ্ররকিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যান্য ঝুলন্ত (সুইং) রাজ্যের পাশাপাশি জর্জিয়াতে জো বাইডেন জয়লাভ করেছিলেন, এবং ইলেক্টোরাল কলেজের ভোটে জো বাইডেন ৩০৬ ভোট আর ডোনাল্ড ট্রাম্প ২৩২ পেয়ছিলেন। ভোটের পর থেকে ডোনাল্ড ট্রাম্প কোনও প্রমাণ ছাড়াই ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ করে আসছেন। গতকাল রবিবার তিনি এক টুইট বার্তায় লিখেছেন যে, ট্রাম্প যে জালিয়াতির অভিযোগ করেছেন তার কোন বিবরণ দেননি রাফেন্স্পের্গার। তিনি লিখেন “তার কোনও ক্লু নেই!”।
যুক্তরাষ্ট্রের সমস্ত ৫০ টি রাজ্য নির্বাচনের ফলাফলকে ইতিমধ্যে প্রত্যয়ন করেছে, কিছু রাজ্য আইনি আপিলের মাধ্যমে ভোট পুনর্গননাও করার পর প্রত্যয়ন করেছে। ইতিমধ্যে মার্কিন আদালত বাইডেনের জয়ের পক্ষে ৬০ টি চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন। মার্কিন কংগ্রেস আগামী ৬ই জানুয়ারি নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক অনুমোদনের কথা রয়েছে এবং আগামী ২০শে জানুয়ারি জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবার কথা রয়েছে।
এদিকে আগামী মঙ্গলবার, জর্জিয়ার ভোটাররা দুটি সিনেটর পদে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই দুটি পদে নির্বাচনের ফলাফল সিনেটে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করতে পারে – যদি দুটি পদেই ডেমোক্র্যাট প্রার্থী জয়লাভ করেন, তাহলে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, মার্কিন সিনেটে সমান সংখ্যক আসন পাবেন, যদি এরকম হয় তাহলে ডেমোক্র্যাট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। ডেমোক্র্যাট দলের সদস্যরা ইতিমধ্যে নিম্ন প্রতিনিধি পরিষদ (কংগ্রেস) নিয়ন্ত্রণ করেন।
ওয়াশিংটন পোস্ট প্রকাশিত রেকর্ডে শোনা যায়, ডোনাল্ড ট্রাম্প পর্যায়ক্রমে জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট কে বোঝাচ্ছিলেন এবং চাপ প্রয়োগ করছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে, জর্জিয়ার নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন এবং “পুনরায় গণনা করেছেন বললে ত কোন ভুল হবেনা”। রাফেন্সপারগার উত্তরে বলেন, “মিঃ প্রেসিডেন্ট, সমস্যা হচ্ছে আপনার কাছে থাকা পরিসংখ্যানটি ভুল।” এর উত্তরে ট্রাম্প বলেন যে, গুজব এমন ছিল যে রাজ্যের ফুলটন কাউন্টি থেকে ব্যালট নষ্ট করে ফেলা হয়েছে এবং ভোটদানের যন্ত্রপাতি সরিয়ে দেওয়া হয়েছে – এব্যাপারে রাফেন্স্পের্গারের আইনজীবী বলেছেন যে এটি সঠিক ছিল না।
প্রেসিডেন্ট এরপরে এই কর্মকর্তাকে সম্ভাব্য আইনী পরিণতির হুমকি প্রদান করেন। ট্রাম্প বলেন, “আপনি জানেন তারা কী করেছে এবং আপনি এটি রিপোর্ট করছেন না। এটি একটি ফৌজদারি অপরাধ। আপনি এটি হতে দিতে পারেন না। এটি আপনার এবং আপনার আইনজীবী রায়ানের জন্যএকটি বড় ঝুঁকি”।
তিনি বলেন যে, “আপনি এটি পুনরায় পরীক্ষা করতে পারেন, তবে উত্তর খুঁজে পেতে চান না এমন লোকদের সাথে নয়, যারা উত্তর খুঁজতে চান তাদের সাথে এটি পুনরায় পরীক্ষা করতে পারেন,”। রাফেন্স্পারগার জবাবে বলেন, মিঃ প্রেসিডেন্ট, আপনার কাছে তথ্য জমা দেওয়ার মতো লোক রয়েছে এবং আমাদের লোকেরাও তথ্য জমা দেয় এবং তারপর এটি আদালতের সামনে আসে এবং আদালতকে একটি সিদ্ধান্ত নিতে হবে”। “আমাদের সংখ্যার পাশে দাঁড়াতে হবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের পরিসংখ্যান সঠিক”।
তথ্যসূত্রঃ ওয়াশিংটন পোষ্ট