মাঠেই হবে একুশে বইমেলাঃ বাংলা একাডেমি

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ এবার বইমেলার সময় নিয়ে অনিশ্চয়তা যেন থামছেই না। প্রতিবছর ফেব্রুয়ারির ১ তারিখ শুরু হলেও করোনার হানায় এবারের চিত্র ব্যতিক্রম। অনেকেই বলছিলেন এবার হতে পারে ভার্চুয়াল বইমেলা। তবে অবশেষে মাঠেই বইমেলা আয়োজনের কথা জানালো বাংলা একাডেমি।

বইমেলার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনটি সম্ভাব্য তারিখ প্রস্তাব করবে বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়। তারিখ তিনটি হলো ২০ ফেব্রুয়ারি, ৭ই মার্চ ও ১৭ই মার্চ।

রোববার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে প্রকাশকদের সঙ্গে বৈঠক শেষে বিশেষ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোভিড নিয়ন্ত্রণে আসলে বা ভ্যাকসিন দেয়া শুরু হলে কিভাবে দ্রুততম সময়ে বইমেলা শুরু করতে পারি সে ব্যাপারে আজ আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বইমেলা সরাসরি হবে, ভার্চুয়ালি নয়।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্ট অনেকেই এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

SHARE THIS ARTICLE