আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ফেনী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের হয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সিংহ প্রতীকের হয়ে শহরের বিভিন্ন অলিতে-গলিতে তিনি প্রচারণা চালাচ্ছেন।
হিরো আলম বলেন, ‘আমার নির্বাচনী প্রতীক ছিল সিংহ। তারেক ভাইও এবার সিংহ প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করছেন। প্রিয় ফেনী পৌরসভাবাসী, আপনারা তারেক ভাইয়ের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে মেয়র পদে জয়ী করবেন।’
তিনি আরও বলেন, ‘তারেক আমার বন্ধু এবং দলীয় প্রার্থী। সে দায়িত্ব থেকেই তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। আশা রাখছি, আপনারা তাকে ভোট দেবেন এবং দোয়া করবেন।’
উল্লেখ্য, ফেনী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল (ধানের শীষ), জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন (লাঙল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম (সিংহ) এবং ইসলামী আন্দোলনের মো. গোলমুর রহমান আজম (হাত পাখা)। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ফেনী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল (ধানের শীষ), জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন (লাঙল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম (সিংহ) এবং ইসলামী আন্দোলনের মো. গোলমুর রহমান আজম (হাত পাখা)। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।