
আইরিশ বাংলাপোষ্ট প্রেসবিজ্ঞপ্তিঃ আসসালামু আলাইকুম। কোভিড মহামারির এই সময়ে, আমরা সকলেই একটি ভয়াবহ সময় অতিক্রম করছি। আমাদের কমিউনিটি সদস্য অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়েছেন, অনেকে রোগমুক্ত হয়েছেন, আবার কেউ কেউ এখনো অসুস্থ আছেন। ওয়াটারফোর্ড নিবাসী মাওলানা আসাদ উদ্দিন সাহেব গত ২৪শে জানুয়ারি, রবিবার, ওয়াটারফর্ড রিজিয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকল বিদেহী আত্নার শান্তি কামনা করে ও সকলের রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার রাত ৮ ঘটিকার সময় একটি ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের অংশগ্রহণ আশা করছি। দোয়া মাহফিলের পর কোভিড বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে যোগদান করবেন ডঃ আরমান রহমান, এম বি বি এস, পি এইচ ডি (ইমিউনলজি), ম্যানেজার প্রেসিশন অনকোলজি, আয়ারল্যান্ড, ইউ সি ডি। দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য থেকে মাওলানা আব্দুল কাদের সালেহ, ইমাম ও খতিব, আল হুদা একাডেমী, ইসলামিক সেন্টার, যুক্তরাজ্য। নীচের লিংকে ক্লিক করে অনুষ্ঠানে যোগদান করুন।
Jinnuraine Jaigirdar is inviting you to a scheduled Zoom meeting.
Topic: আলোচনা ও দোয়া মাহফিল
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81478486894
Meeting ID: 814 7848 6894