আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মায়ানমারে সামরিক বাহিনী আজ সকালে দেশটির সকল ক্ষমতা গ্রহণ করেছে। দেশটির সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন মাইয়াওয়াডি (এম ডাব্লিউ ডি) টেলিভিশন জানিয়েছে যে, বিগত ২০২০ সালের ৮ই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির কারনে সামরিক বাহিনী প্রধান জেনারেল মিন অং হ্লিংকে ক্ষমতা প্রদান করা হয়েছে। মনে করা হচ্ছে এই অভ্যুত্থান কোন প্রাণহানি ছাড়াই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেশটির মূল নেতা অং সান সূচি, প্রেসিডেন্ট উইন মিন্ট সহ সরকারের অধিকাংশ রাজনৈতিক নেতা-নেতৃকে বন্দি করা হয়েছে। আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের সকল ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছে।
মাইয়াওয়াডি টেলিভিশন জানায়, সংবিধানের ৪১৭ নাম্বার ধারা অনুসরণ করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এই টেলিভিশন জানায় নির্বাচনে ভোটার তালিকায় মারাত্নক কারচুপি করা হলে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ হয় এবং পরবর্তি সময়ে নির্বাচিত উচ্চ এবং নিম্নকক্ষ বাতিলের কোন পদক্ষেপ নিতে ব্যার্থ হলে, দেশে বিক্ষোভ হয় এবং দেশটিতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় সংবিধানের ৪১৭ ধারা অনুসরণ করে পদক্ষেপ নেয়া হয়েছে।
অন্যদিকে অসমর্থিত সংবাদে জানা গিয়েছে যে, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারি দল ন্যাশনাল লীগ অব ডেমোক্রাসি (এন এল ডি)র নেতা এবং দেশটির সরকারের মূল নেতা অং সান সূচি জনগণকে এই অভ্যুত্থান মেনে না নিয়ে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বিশ্ব নেতৃবৃন্দ সামরিক বাহিনীর এই ক্ষমতা গ্রহণের নিন্দা জানানো শুরু করেছেন। যুক্তরাষ্ট্র এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা বলেছে কিন্তু সেই পদক্ষেপ কি হবে তা এখনো প্রকাশিত হয়নি।