সুখের অন্বেষণে

সুখের অন্বেষণে
ওবায়দুর রহমান রুহেল।


ক্ষমাহীন বেদনার অন্তরীক্ষে
নিস্তরঙ্গ শীতলতায় মন সায় দিলে
পৃথিবীতে জমে থাকা সমস্ত ঘৃণাকে খাবার প্লেইটে সাজিয়ে রেখে দিতাম,
একটা বুভুক্ষু দানবের মুখে
ছুড়ে ফেলে দিয়ে
আবারও সবুজবীথির ভালোবাসার অনিঃশেষ বীজ রোপিতাম,
আর শুধু আপন মনে ভাবিতাম।
পাপহীন নিঃস্বার্থ জীবনে
কে আছে দিবে স্নেহের অনুদান?
পেটের অন্নে ক্ষুধা নিবার হলেও
মনের জমিনে আটপৌরে অভাবের সংসার।
ছিকির ভান্ডারে সামান্য খুচরা সিকি,
তা দিয়ে কি আর কাঁঠালের আমসত্ত্ব
কেনা যায়?

SHARE THIS ARTICLE