
”বহুরূপী বন্ধু”
- ডক্টর মোঃ সানাউল হক (ইমন)
দূর থেকে দেখালো সবাইকে স্বর্গসুখের আলো,
অন্ধকারাচ্ছন্ন মনটিকে ভালো করার অভিপ্রাস।
কাছে টেনে নিয়ে যায় গভীর বিশ্বাসে,
আত্মাশুদ্ধির লোভে পড়ে নিজেকে যাই ভুলে।
এমন ব্যক্তিত্বের প্রতিফলনতো আগে দেখিনি!
এমন চরিত্রের উপমাতো মনচক্ষুতে পুষিনি!
ওহে মনুষ্য তোমায় জানতে ইচ্ছে করে!
বলোনা কি তোমার আভা? কি নিভৃত?
বহুরূপীরা স্থানে কালে রূপ বদলায়,
ওহে বহুরূপী বন্ধু; তুমি কি তাই করলে আমার সাথে!
তাহলে কেন দিচ্ছ আমায় এতো অপঘাত?
তুমি কে দেখছো কল্পনাতে আমার প্রতিচ্ছবি?
ওহে বহুরূপী বন্ধু; ধন্যবাদ তোমায়,
তোমার অপঘাত রক্তাত্ত করেনি আমায়।
তোমার দেয়া অভিশাপে নিষ্পেষিত হইনি,
ক্রমাগত জাগ্রত হয়েছি যুগ থেকে যুগান্তরে।
বহুরূপীর নামে তুমি এক ”কৃষ্ণসীস” নামক নির্জীব বস্তূ,
উপল নও তুমি, তড়িৎ শক্তি বহনে তাড়না দিয়ে বেড়াও সবাইকে।
তোমার দেয়া সেই আঘাত, আমার জীবনে আশীর্বাদ বয়ে আনলো,
আর তোমার দেয়া ক্লেশ আমার কাছে প্রতিষেধকতুল্য।
তৈরী করেছে আমায় নতুনভাবে,
মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে।
সাফল্য আমার হাতে আজ,
একটু খানি দাঁড়িয়ে দেখোনা।
ওহে বহুরূপী বন্ধু; ধন্যবাদ তোমায়,
তোমার কলুষিত মনের বিষাক্ত রসে,
আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার ছোয়া দিলাম।
তুমি দীর্ঘজীবী হও; নিপাত যাক তোমার বিশৃঙ্খলা।
সময়কাল: ১০.০২.২০২১