অচিন পথ

অচিন পথ
এ,কে,আজাদ


জানিনা কত দূর, আর কত দূর
যেতে হবে একা একা
জানিনা কবে পাবো ভালোবাসার দেখা?
দিন আসে দিন যায়
ঘুরছে সময়ের চাকা,
স্বপ্নমালার ফুলগুলো ঝড়ছে
মনের বাগান যেন ফাঁকা!

নিয়তি, তাকে কবেই নিয়েছি মেনে
তবু কেন এই মন, সাজায় নতুন স্বপন
আধারের মাঝে, আলোর ঠিকানা খুঁজে
হারিয়ে যায় বেদনার অরণ্যে।

ক্লান্ত চরন আজো চলে, সেই ভুলে আসা পথে
কখনোবা চোরা বালি ভরা মায়ার ফাদে,
অধিকারের খাতা থেকে যখন নামটা হলো বাদ
দোষী আমি চিরকাল বেচে থাকার অপরাধে ।

তবুও চলি একা একা অচিন পথে
পথ হারা সাথীর খোঁজে,
জানি পাবো না তারে, তবু যাবোনা হেরে
যদি কখনো সে আমায় বুঝে!!!
১৪/০২/২০২১ইং

SHARE THIS ARTICLE