গ্রিসে ভারি তুষারপাতে বিঘ্নিত হচ্ছে জনজীবন।

গ্রীস প্রতিনিধিঃ চারিদিকে বরফের চাদরে ঢাকা, দেখে সুইজারল্যান্ড মনে হলেও এটি উত্তর ইউরোপের দেশ গ্রীসের বর্তমান দৃশ্য। গ্রিসে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের রেকর্ড করা হয়েছে। টানা দুই দিন ধরে ভারী তুষারপাতের ফলে, বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী এথেন্স সহ পুরো গ্রিস। যার ফলে তীব্র শীত ও প্রচন্ড তুষারপাতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল ও জনজীবনে। টানা ভারী তুষারপাতের কারণে, রাস্তাঘাট ও যানবাহনে ৩/৪ইঞ্চি বরফের জমাট বাঁধে। কিছু কিছু অঞ্চলে প্রচণ্ড তুষারপাতে ফলে মানুষ ঘরবন্দী হয়ে পড়েছিল, এবং দক্ষিণ পূর্ব উপকূলের দ্বীপগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

SHARE THIS ARTICLE