আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার মেয়ে প্রিন্সেস লতিফাকে আটকে রেখেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্তে নামছে জাতিসংঘ।
ঐ রাজকুমারীর ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে তারা। লতিফার পিতা আল মাকতুম দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট।
মানবাধিকার কর্মীদের অভিযোগ, তার শাসনব্যবস্থায় ভিন্নমতের প্রতি কোনো সহনশীলতা নেই এবং বিচার ব্যবস্থাও নারীদের প্রতি বৈষম্যমূলক। এমন অবস্থায় নতুন জীবনের আশায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাই থেকে পালানোর চেষ্টা করেছিলেন লতিফা।