
“বায়ান্নর একুশ”
“সৈয়দা সুলতানা রুমা”
বায়ান্নর একুশ দেখিনি আমি
দেখিনি অগ্নিঝরা আন্দোলন,
শহীদ মিনার দেখেছি আমি
একুশে বাঙালির স্মৃতিচারণ।
কারফিউ ভাঙার একুশ দেখিনি
দেখিনি রক্ত রাঙা ইতিহাস,
লাল সবুজের পতাকা দেখেছি
মুক্তির ফসল মহান একুশ।
রক্তাক্ত রাজপথ দেখিনি সেদিন
দেখিনি বিপ্লবীর মুখ,
বাঙালির হৃদয়ে দেখেছি একুশ
ভাষার তরে ভরে ওঠে বুক।
শুনিনি মিছিলে ছোঁড়া বুলেটের শব্দ
শুনেছি ফেব্রুয়ারির গান,
প্রবাসীর মুখে বাঙালির ভাষা
একুশের গর্বে ভরে ওঠে প্রাণ।
সন্তানহারা মায়ের অশ্রু দেখিনি
দেখেছি স্বাধীন বাংলাদেশ,
বাঙালির চিত্তে আছে একুশ
আজীবন থাকবে একুশের রেশ।
শত জুলুম,শোষণ আর নিপীড়নে
করেনাই বাঙালি শির নত,
জয়ের লক্ষ্যে ছিলো অবিচল
সংগ্রাম ছিলো তাই অবিরত।
জয় বাংলার জয়ী বাঙ্গালি
মহান রবের সেরা দান,
ভাষার রুপ আছে অমলীন।
বীর সেনাদের প্রাণের দাম।